নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্ক ক্রমশ চেপে বসছে ভারতে। উত্তরপ্রদেশে ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস। কেরল, তেলঙ্গানা, দিল্লি সহ একাধিক জায়গায় বাসিন্দাদের দেহে মিলেছে ওই ভাইরাস। একথা মাথার রেখে দেশের বৈদ্যুতিন মিডিয়াগুলিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেব না', অমিতকে চ্যালেঞ্জ মমতার


ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা ৩ মার্চ বাতিল করা হল। যারা একমাত্র বাধ্য হয়েই ভারতে আসবেন তাদের নতুন করে ভিসার আবেদন করতে হবে।


চিনের যেসব নাগরিকদের ভিসা ৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছিল। তা বলবত থাকবে। জরুরি কারণে ভারতে আসতে গেলে ভারতীয় দূতাবাসে ফের আবেদন করতে হবে।


১ ফেব্রুয়ারি চিন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানের যেসব নাগরিক ভারতে আসার জন্য ভিসার পেয়েছিলেন এবং এখনও ভারতে আসেননি তাদের ভিসা বাতিল করা হল।


ওইসব দেশের কূটনীতিক, রাষ্ট্রসংঘের আধিকারিক, ওআইসি কার্ডধারী, এয়ার ক্রুদের ক্ষেত্রে ওই নির্দেশিকা কার্যকর হবে না।


ভারতের যে কোনও বিমানবন্দর দিয়ে এদেশে প্রবেশকারী বিদেশিদের স্বাস্থ্য ও সফর ইতিহাস সম্পর্কে সেলফ ডিক্লিয়ারেশন দিতে হবে।


ভারতীয়দের চিন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে।


বৈদুতিন মাধ্যমগুলিকে ওই নির্দেশিকা সম্পর্কিত টিকার চালাতে বলা হয়েছে।


আরও পড়ুন-লোকসভায় অমিতের ইস্তফা চাইছেন অধীর, দিল্লির বাড়িতে দুষ্কৃতী হামলা


আতঙ্কের এই পরিস্থিতিতে কী করবেন


পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন।


সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়ে ফেলুন।


কাশি বা হাঁচির সময় মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন।


অ্যালকোহল বেসড সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত সাফ করুন।


টিস্যু পেপার ব্যবহার করলে তা ব্যবহারের পর ঢাকা কোনও বিনে ফেলুন।


অসুস্থ বোধ হলে অবিলম্বে ডাক্তারের কাছে যান।


কী করবেন না


জ্বর বা সর্দি হলে অন্যের ছোঁয়াচ এড়িয়ে চলুন।


প্রকাশ্যে থুথু ফেলবেন না।


পশুপাখির ছোঁয়াচ এড়িয়ে চলুন। কাঁচা বা ভালোভাবে রান্না না করা খাবার খাবেন না।


বাজারে যে জায়গায় পশুপাখি হত্যা করা হয় সেখানে যাবেন না। পশুপাখিদের খামারও এড়িয়ে চলুন।


করোনাভাইরাস সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে ফোন করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের  ৯১ ১১ ২৩৯৭৮০৪৬ নম্বরে।


মেইল করতে হবে  ncov2019@gmail.com আইডিতে।