রাজ্যের সীমান্ত সিল, সোমবার সকাল থেকেই লকডাউন দিল্লিতে

এখনও পর্যন্ত গোটা দেশে করোনার বলি হয়েছেন ৭ জন। আক্রান্তের সংখ্যা ৪০০ ছুঁইছুই

Updated By: Mar 22, 2020, 11:10 PM IST
রাজ্যের সীমান্ত সিল, সোমবার সকাল থেকেই লকডাউন দিল্লিতে

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় ঘরবন্দি থাকাই ভরসা। সোমবার সকাল ৬টা থেকে লকডাউনে যাচ্ছে দেশের রাজধানী। জারি থাকবে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত। এমনই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

আরও পড়ুন-কাল থেকে লকডাউন গোটা রাজ্য, জেনে নিন লকডাউন আসলে কী

দিল্লির উপরাজ্যপালকে পাশে বসিয়ে কেজরি ঘোষণা করেন, দিল্লিতে জারি হচ্ছে ১৪৪ ধারা। সোমবার থেকে দিল্লিতে চলবে না অধিকাংশ গাড়ি, মেট্রো, ট্যাক্সি, অটো। তবে মাত্রা ২৫ শতাংশ বাস রাস্তায় নামবে।

এখনও পর্যন্ত গোটা দেশে করোনার বলি হয়েছেন ৭ জন। আক্রান্তের সংখ্যা ৪০০ ছুঁইছুই। পশ্চিমবঙ্গে রবিবারই ৩ জনের দেহে করনো পজিটিভ হয়েছে। কেজরবাল সাংবাদিক বৈঠকে এদিন বলেন, একমাত্র অত্যাবহর্ষকীয় সেবাগুলি চালু থাকবে। শহরের সব মল, বাজার, রেস্তরাঁ বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি চালু থাকবে।

আরও পড়ুন-জনতা কার্ফু দিয়ে শুরু; সামনে লম্বা লড়াই, দেশবাসীকে তৈরি থাকতে বললেন মোদী

জল-বিদ্যুত সরবারহের সঙ্গে যেসব কর্মীরা যুক্ত থাকবেন কিংবা সংবাদমাধ্য়মে যাঁরা কাজকরবেন তাঁরাই বাইরে বের হবেন। সোমবার থেকে রাজ্যের সীমান্তও সিল করে দেওয়া হবে।  রাস্তায় কাউকে দেখা গেলে তাকে জবাবডিহি করতে হবে।

.