বেলাগাম করোনা: আনলক হওয়ার পর ফের ৪ জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল এই রাজ্য
দেশের যে ৫ রাজ্যে বেশি করোনা আক্রান্ত তাদের মধ্যে রয়েছে তামিলনাড়ুও
নিজস্ব প্রতিবেদন: চার দফা লকডাউনের পরও লকডাউনের পথে হাঁটল তামিলনাড়ু সরকার। রাজ্যে করোনার সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে আনলক-এ আর আস্থা রাখতে পারছে না তামিলনাড়ু।
রাজ্যে এখন করোনা আক্রান্ত ৪৫,০০০, মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের ৪ জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। ওই চার জেলার মধ্যে চেন্নাইও রয়েছে।
আরও পড়ুন-বাঁকুড়ায় ফের বড়সড় ভাঙন বিজেপি-সিপিআইএমে, ঘর ভরল তৃণমূলের
রাজ্য সরকারের ঘোষণা, আগামী ১৯-৩০ জুন পর্যন্ত চেন্নাই, থিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপাট্টু জেলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। দেশজুড়ে আনলক শুরু হওয়ার পর তামিলনাড়ুই একমাত্র রাজ্যে যেখানে ফের লকডাউন ঘোষণা করা হল।
দেশের যে ৫ রাজ্যে বেশি করোনা আক্রান্ত তাদের মধ্যে রয়েছে তামিলনাড়ুও। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে অমিত শাহ ও হর্ষবর্ধনের বৈঠকে ওই ৫ রাজ্যের কথা উঠেছে।
সোমবার শাসকদল এআইএডিএমকের তরফে বলা হয়, রাজ্যের করোনা বিশেষজ্ঞ কমিটি মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গে কথা বলেছেন। কমিটির সুপারিশ, করোনা রুখতে গেলে লকডাউনের পথেই হাঁটতে হবে। তার পরই ওই ৪ জেলায় কডাউনের কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন-থানার সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা, গণপিটুনি অভিযুক্তকে
লকডাউনে যেসব নির্দেশিকা দেওয়া হয়েছে
# পেট্রোল পাম্প, মুদির দোকান, সবজির দোকান, মোবাইলের দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে।
# যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা বাড়ি থেকে ২ কিলোমিটারের বেশি যেতে পারবেন না।
# একমাত্র গুরুত্বপূর্ণ কাজে ও চিকিত্সার জন্য এলাকার বাইরে বের হওয়া যাবে।
# হাসপাতাল, ল্যাব খোলা থাকবে।
# অটো, ট্যাক্সি একমাত্র চিকিত্সার জন্য যাওয়ার কাজে ব্যবহার করা যাবে।
# আদালত, মিডিয়া হাউস খোলা থাকবে।