বঙ্গে `দিদি`, তামিলে `আম্মা`; কেরলে উঠল লাল ঝড়, অসমে ফুটল পদ্ম
ওপিনিয়ন পোল না এক্সিট পোল? যাই ঠিক হোক না কেন, নির্বাচনের ফলাফলই বলবে আসল কথা। তবে, তা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতেই হবে দেশের পাঁচটি রাজ্যকে।
ওয়েব ডেক্স : ওপিনিয়ন পোল না এক্সিট পোল? আজ সকাল থেকে গণনা শুরু হওয়ার আগে থেকে এই প্রশ্নটা সকলের মাথায় ঘুরপাক খাচ্ছিল। অপেক্ষা ছিল কোথায় কে জিতবে। কে গড়বে সরকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে ভোটের ফল। অবশেষে ফাইনাল রেজাল্ট।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কী চলছে
কেরল
সাল | মোট আসন | এলডিএফ(বামফ্রন্ট) | ইউডিএফ(কংগ্রেস) | বিজেপি | অন্যান্য |
২০১৬ | ১৪০ |
জয়ী ৮২টি আসনে |
জয়ী ৪৭টি আসনে |
জয়ী ১টি আসনে |
জয়ী ১০টি আসনে |
২০১১ | ১৪০ | ৬৭ | ৭৩ | ০ | ০ |
তামিলনাড়ু
সাল | মোট আসন | এআইএডিএমকে জোট | ডিএমকে জোট | বিজেপি | অন্যান্য |
২০১৬ | ২৩৪/২৩২ | জয়ী ১৩৪টি আসনে | জয়ী ৯৭টি অাসনে | ০ | জয়ী ১টি আসনে |
২০১১ | ২৩৪ | ২০৩ | ৩১ | ০ | ০ |
অসম
সাল | মোট আসন | কংগ্রেস | বিজেপি | এইউডিএফ | অন্যান্য |
২০১৬ | ১২৬ | জয়ী ২৬টি আসনে | জয়ী ৮৬টি আসনে | জয়ী ১৩ আসনে | জয়ী ২টি আসনে |
২০১১ | ১২৬ | ৭৯ | ৫ | ১৮ | ২৪ |
উল্লেখ্য, গত নির্বাচনে অসমে অন্যদের মধ্যে বিপিএফ, অসম গণ-পরিষদ, তৃণমূল কংগ্রেস ও নির্দল প্রার্থীরা ছিলেন। তারা সেখানে একত্রে ১২৬টির মধ্যে ২৪টি আসন জিতেছিল।
পুডুচেরি
সাল | মোট আসন | এআইএনআরসি | আইএনসি | এআইএডিএমকে | অন্যান্য |
২০১৬ | ৩০ | জয়ী ৮টি আসনে | জয়ী ১৭টি আসনে | জয়ী ৪টি আসনে | জয়ী ১টি আসনে |
২০১১ | ৩০ | ১৫ | ৭ | ৫ | ৩ |
এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও আজ ছিল বিধানসভা নির্বাচনের গণনা। এক নজরে দেখেনি সেখানকার ফলাফল-
এক নজরে দেখে নিন ২০১৬ বিধানসভা নির্বাচনের জেলাভিত্তিক ফলাফল
দিল্লি ও বিহারে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াল বিজেপি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার অসমের দখল নিল বিজেপি জোট। এদিকে, এক্সিট পোলকে কার্যত উড়িয়ে দিয়ে তামিলনাড়ুতে ফের ক্ষমতায় ফিরলেন জয়ললিতা। বাংলা হতাশ করলেও কেরালায় হাসি ফুটল বামেদের। ক্ষমতায় ফিরল এলডিএফ। বাকি চারটি রাজ্যে কংগ্রেসের ভরাডুবি হলেও একমাত্র পুডুচেরির দখল নিল তারা।
আরও পড়ুন, জোটের ভরাডুবির সবথেকে বড় তিন কারণ
তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও, শেষ হাসি হাসলেন জয়া আম্মাই। যদিও, এই জয়কে কটাক্ষ করেছে ডিএমকে।
তামিলনাড়ুতে ৩২ বছরের ট্রেন্ড জয়ললিতা ভাঙতে সক্ষম হলেও, এবার পারেননি ওমান চান্ডী। কেরলে পাঁচ বছরের ইউডিএফ সরকার পরাজিত হয়েছে এবারের ভোটে। জিতেছে বাম পরিচালিত এলডিএফ। সেখানে একটি আসন গেছে বিজেপির দখলে।
আরও পড়ুন, ব্যর্থতায় অজুহাত না দিয়ে বামেদের দিকে আঙুল তুললেন অধীর!
অন্যদিকে, অসমে শুরু থেকেই হাওয়াটা ছিল। সেই হাওয়াই শেষপর্যন্ত সত্যি প্রমাণিত হল ব্রহ্মপুত্রের পাড়ে। অসমে পনের বছরের তরুণ গগৈ সরকার পরাজিত হয়েছে বিজেপি জোটের কাছে। ভোটের ফলে উচ্ছ্বসিত বিজেপি।