নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম। সবাইকে চমকে দিলেন ছত্তীসগড়ের অনুভব সিং ও তাঁর স্ত্রী বিভা সিং। সম্প্রতি রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। সেখানে প্রথম দুটি স্থানেই দখল করেছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মদ্যপ অবস্থায় 'ধর্ষণের চেষ্টা' যুবকের, খুন করে কলাবাগানে দেহ পুঁতে দিল গৃহবধূ


রাজ্য সরকারের কোনও পরীক্ষায় এমন ফল করতে পারেননি কোনও দম্পতি। প্রথম হয়েছেন অনুভব। দ্বিতীয় স্থানে রয়েছেন বিভা সিং। গত ১০ বছর ধরে তাঁরা ওই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এতদিন মিলল ফল। তবে বিভার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন।



বিলাসপুরে রাজ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট দফতরে তিনি চাকরি করতেন সহকারী ডেভলপমেন্ট অফিসার হিসেবে। চাকরি করার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটাও চালিয়ে গিয়েছিলেন সমান তালে।



অনুভব রায়পুরের বাসিন্দা। তবে স্ত্রী বদলির চাকরি হওয়ার কারণে প্রস্তুতি নিয়েছিলেন বিলাসপুর থেকেই। পরীক্ষার ফলাফলে ৩০০ নম্বরের মধ্যে অনুভব পেয়েছেন ২৭৮। অন্যদিকে বিভা পেয়েছেন ২৬৮।



আরও পড়ুন-বর্ষায় জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে বেহালাবাসী, ১০০ কোটির নালায় নেমে ঘুরে দেখলেন মেয়র


২০০৮ সালে একটি স্টাডি গ্রুপে পড়তে এসে দুজনের পরিচয়। সংবাদসংস্থাকে অনুভব জানিয়েছেন, ‘ব্যর্থ হয়েছি। ভেঙে পড়িনি। এখন আমরা কতটা সুখী বলে বোঝাতে পারব না। এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম।’ অন্যদিকে, বিভা জানান, জানতাম পাস করতে পারব তবে পরীক্ষায় সেরা হব ভাবিনি।