বর্ষার জলযন্ত্রণা থেকে রেহাই, ১০০ কোটির নয়া টানেল বেহালায়, ঘুরে দেখলেন মেয়র

Jul 28, 2019, 13:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বর্ষায় বেহালাবাসীর জলযন্ত্রণা দূর করতে তৈরি হল মাইক্রোটানেলিং সিস্টেম। কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট-র আওতায় তৈরি হয়েছে নতুন এই নিকাশি ব্যবস্থা।  

2/5

এর আগে ডায়মন্ড হারবার রোড ধরে একটি নিকাশি টানেল তৈরি করা হয়েছে। এবার জামসেলং সরণি ধরে এই ৭ কিলোমিটার নিকাশি টানেল তৈরির কাজ শেষ হল।  

3/5

কয়েকটা এলাকার কানেকটিং লাইনের কাজ চলছে, সেটা শেষ হলেই দিন পনেরোর মধ্যেই চালু হয়ে যাবে এই নিকাশি টানেল।  

4/5

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই নিকাশি নালা। আজ টানেলে নেমে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে হালহকিকত ঘুরে দেখেন।

5/5

এই কাজের ফলে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন বেহালার ১২৩, ১২৪, ১২৫, ১৪৩, ১৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অর্থাৎ শীলপাড়া, বাস্কেটবল গ্রাউন্ড, ঠাকুরপুকুর, জোকার একটা অংশ উপকৃত হবে।