কোল-গেট কেলেঙ্কারি: সিবিআই-কে মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডবন্দি করার নির্দেশ শীর্ষ আদালতের
কোলগেট কেলেঙ্কারিতে প্রাক্তন কোল সেক্রেটার পি সি প্রকাশ ও শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে ফের তদন্ত শুরু করতে সিবিআই-কে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
![কোল-গেট কেলেঙ্কারি: সিবিআই-কে মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডবন্দি করার নির্দেশ শীর্ষ আদালতের কোল-গেট কেলেঙ্কারি: সিবিআই-কে মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডবন্দি করার নির্দেশ শীর্ষ আদালতের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/16/32515-coal.jpg)
নয়া দিল্লি: কোলগেট কেলেঙ্কারিতে প্রাক্তন কোল সেক্রেটার পি সি প্রকাশ ও শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে ফের তদন্ত শুরু করতে সিবিআই-কে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
এর সঙ্গেই শীর্ষআদালত কোলগেট কেলেঙ্কারি নিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিবৃতি রেকর্ডের নির্দেশ দিল।
সুপ্রিমকোর্টের বিশেষ বিচারপতি সিবিআইকে জানিয়েছেন ''আমি চাই তৎকালীন কয়লামন্ত্রীর (মনমোহন সিং) বিবৃতি যেন রেকর্ড করা হয়।''
২৭ জানুয়ারি সিবিআইকে এই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০০৫ সালে ওড়িশার তালাবিরা II ও তালাবিরা III কোলব্লক বন্টনের ঘটনাকে কেন্দ্র করে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা ও প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সিবিআই পরে এই তদন্তের ক্লোসার রিপোর্ট আদালতে পেশ করে।
গত ২৫ নভেম্বর কোল ব্লক বণ্টন মামলার শুনানিতে শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে পড়ে সিবিআই। আদালর সিবিআইকে জিজ্ঞাসা করে, কেন তারা তদানীন্তন কয়লা মন্ত্রী মনমোহন সিংকে কোল ব্লক কেলেঙ্কারি নিয়ে কোনও প্রশ্ন করেনি। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়লা মন্ত্রকের দায়িত্বেও ছিলেন।
প্রাথমিকভাবে, সিবিআই আদালতকে জানিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেরা করা দরকার। কিন্তু পরে আবার কেন্দ্রীয় গোয়েন্দা দফতর জানায় এই জেরার কোনও প্রয়োজন নেই।
একই ঘটনায় দু'ধরণের বক্তব্যের জন্য আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই।