নিজস্ব প্রতিবেদন: জীবন বাজি রেখে করোনা আক্রান্তদের সেবায় নেমে পড়েছেন ডাক্তার-নার্সরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা নজির সামনে আসছে। এবার শিরোনামে গুজরাটের সুরাতের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি। ৪ মাসের অন্তঃসত্ত্বা, তার উপরে রমজান মাসে রোজা- দুর্বল শরীরেও সেবাধর্মে ফাঁকি দেননি তিনি।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমণ হওয়ার আশঙ্কা তাঁর বেশি। তা সত্ত্বেও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন ন্যান্সি আয়েজা মিস্ত্রি (Nancy Ayeza Mistry)। সুরাতের অথন কমিউনিটি হলে অটল কোভিড-১৯ সেন্টারে প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা রোগীদের সেবা করছেন ন্যান্সি। অন্তঃসত্ত্বা, রামজানের উপোস থেকেও কর্তব্যে অবিচল এই নার্স। 


করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে এই কোভিড সেন্টারে কর্মরত ন্যান্সি (Nancy Ayeza Mistry)। তাঁর কথায়,''আমার গর্ভে সন্তান। কিন্তু দায়িত্ব আগে। ঈশ্বরের কৃপায় পবিত্র রমজান মাসে রোগীদের সেবা করার সুযোগ পাচ্ছি।''আর এই সেবার বদলে তাঁকে দুহাত উজাড় করে আশীর্বাদন করছেন রোগীরা। 


আরও পড়ুন- প্রেসক্রিপশন ছাড়া Oxygen বিক্রি নয়, নেওয়া যাবে না বেশি দাম, কড়া স্বাস্থ্য দফতর