Vaccine দেওয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই, জানিয়ে দিলেন Harsh Vardhan
সূত্রের খবর, ইতিমধ্যেই ১ লাখ ৭০ হাজার ভ্যাকসিন প্রদানকারী ও ৩ লাখ ভ্যাকসিন টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: দেশের ৭৩৬ জেলায় আজ শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই রান। ভারতের হাতে এখন রয়েছে দুটি টিকা। কিন্তু কবে শুরু হবে টিকাকরণ? কিছুটা আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
আরও পড়ুন-শীতের ইনিংস শেষ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে পূবালী হাওয়া
চেন্নাইয়ের Government General Hospital-এ করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই রানের পর্যালোচনা করতে গিয়ে হর্ষবর্ধন বলেন(Harsh Vardhan), আগামী কয়েকদিনের মধ্যেই("next few days") দেশবাসীকে করোনা টিকা দেওয়া হবে। কীভাবে টিকা(Covid Vaccine) দেওয়া হবে তা প্রতিটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, হর্ষবর্ধন জানিয়েছেন, 'খুব কম সময়েই ভারত করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দেশবাসীকে ভ্যাকসিন দিতে পারব। ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। পরে তা দেওয়া হবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের। ড্রাই রানের মাধ্যমে দেশের লাখ লাখ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। আরও অনেকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। '
দেশের অধিকাংশ জেলায় ড্রাই(Dry Run) রান চলছে একেবারে ব্লক স্তরের হাসপাতালেও। সূত্রের খবর, ইতিমধ্যেই ১ লাখ ৭০ হাজার ভ্যাকসিন প্রদানকারী ও ৩ লাখ ভ্যাকসিন টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে।
আরও পড়ুন-ক্যাপিটল বিল্ডিং হামলাকারীর হাতে ভারতের পতাকা, জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারত বায়োটেকের Covaxin ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার Covisheild-কে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কোভ্যাকসিন-কে নিয়ে চাপাউতোর শুরু হলেও শেষপর্যন্ত সমস্যা মিটেছে। ফলে কিছুদিনের মধ্যে টিকাকরণ শুরু হলেও অবাক হওয়ার কিছু নেই।