আজ থেকে শুরু হচ্ছে Covid টিকাকরণের Dry Run

অন্ধ্র প্রদেশে, কৃষ্ণা জেলায় চলবে ড্রাই রান।  চারটি রাজ্যে পাঁচটি ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। 

Updated By: Dec 28, 2020, 10:38 AM IST
আজ থেকে শুরু হচ্ছে Covid টিকাকরণের Dry Run

নিজস্ব প্রতিবেদন: আজ থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিনের ড্রাই রান। ২৮ ও ২৯ ডিসেম্বর চার রাজ্য- অন্ধ্র প্রদেশ, পঞ্জাব, গুজরাট এবং আসামে চলবে দু-দিনের ভ্যাকসিন ড্রাই রান। 

এই ড্রাই রানের জন্য আগাম কোল্ড স্টোরেজ এবং পরিবহন ব্যবস্থার দিকে নজর দিতে হবে। মূলত এই দায়িত্ব রাজ্যের নির্বাচিত জেলাগুলির হাতেই তুলে দেওয়া হয়েছে। 

চারটি রাজ্যে ড্রাই রান চলা কালীন রেকর্ড করা হবে গোটা বিষয়টি। তারপর চলবে পর্যবেক্ষণ। যে তথ্য তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে। সরকার প্রথম ধাপে ৩০ কোটি মানুষকে এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে।  

টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড-- ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রান এই কর্মসূচির লক্ষ্য।

এখনও পর্যন্ত মোট ২৩৩০ টি প্রশিক্ষণ অনুষ্ঠিত করা হয়েছে এবং ইতিমধ্যে ৭০০০ স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশে, কৃষ্ণা জেলায় চলবে ড্রাই রান।  চারটি রাজ্যে পাঁচটি ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। 

.