Covid Blast in Bihar: পাশের রাজ্যেই কোভিড-বিস্ফোরণ! পশ্চিমবঙ্গ কি আদৌ নিরাপদ?
Covid Blast in Bihar: পশ্চিমবঙ্গের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাজ্যটি কাঁপছে কোভিডে। পশ্চিমবঙ্গ কি বিপদ থেকে খুব দূরে? চিনে কোভিড বিস্ফোরণের মধ্যেই বিহারে কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাজ্যটি কাঁপছে কোভিডে। পশ্চিমবঙ্গ কি বিপদ থেকে খুব দূরে? চিনে কোভিড বিস্ফোরণের মধ্যেই বিহারে কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। সেখানে আসা বিদেশিদের করোনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গিয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়েছে। বিহারের গয়া, পাটনা, দ্বারভাঙায় এই বিদেশিদের করোনা ধরা পড়েছে। সোমবার বিহারের গয়ায় সাত বিদেশির শরীরে কোভিড-১৯-এর উপস্থিতির প্রমাণ মেলে। আর সব মিলে বিহারে ১১ জন কোভিড পজিটিভের উপস্থিতি জানা গিয়েছে। যেসব বিদেশির শরীরে কোভিড পজিটিভের উপস্থিতি মিলেছে, তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের স্যাম্পেল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Karnataka Government: এবার থেকে মাস্ক বাধ্যতামূলক! ভয় দেখাচ্ছে চিনের পাহাড়প্রমাণ করোনামৃত্যুই...
ভারতের বেশ কয়েকটি অঞ্চল কোভিডের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন। সোমবারই যেমন ইংরেজি নববর্ষের আগেই পাবলিক প্লেসে মাস্ক বাধ্য়তামূলক করার কথা ঘোষণা করল কর্ণাটক সরকার। সামনেই ইংরেজি নববর্ষের উদযাপন। এই সময়ে পাব, বার এবং রেস্তোরাঁগুলিতে যাঁরা যাবেন তাঁদের বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে। স্কুল-কলেজ মল এবং মুভি থিয়েটারেও পরতে হবে মাস্ক।
আরও পড়ুন: Covid Mock Drill: কোভিড নিয়ে ফের চিন্তা বাড়ছে দেশে, শুরু 'মক ড্রিল'! কী এই ব্যবস্থা?
বিভিন্ন হাসপাতালে করেনায় এমার্জেন্সি পরিস্থিতি সামাল দিতে এবার দেশব্যাপী চালু হল মক ড্রিল। যে কারণে মক ড্রিল মহড়া শুরুও হল আজ থেকে। মক ড্রিলের সময়ে ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য কয়েকটি হাসপাতালে যান। ওমিক্রনের এই নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণের ঢেউ উঠলে কীকরে আগামীদিনে তা সামাল দেওয়া হবে, তা খতিয়ে দেখতেই দেশব্যাপী চালু হল এই মক ড্রিল।
আসলে সকলের মনেই কাজ করছে চিনে করোনার বাড়বাড়ন্তের ভীতি। চিনে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। বহু মৃত্যু ঘটছে। শ্মশানে মরদেহের সারি। চিনের হাসপাতালগুলিও চিকিৎসা-পরিষেবা দিতে পারছে না। এই পরিস্থিতি মাথায় রেখেই কর্নাটক দ্রুত মাস্ক বাধ্যতামূলক করে দিল। দেশে শুরু হল মক ড্রিল। আর এই আবহেই বিহারে নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত।