মুমূর্ষ করোনা রোগীকে ধর্ষণ নার্সের, নির্যাতিতার মৃত্যু হয় পরের দিনই
অভিযুক্ত মদ্যপান করে কাজ করতেন, এমনও অভিযোগ করা হয়েছিল পূর্বে।
![মুমূর্ষ করোনা রোগীকে ধর্ষণ নার্সের, নির্যাতিতার মৃত্যু হয় পরের দিনই মুমূর্ষ করোনা রোগীকে ধর্ষণ নার্সের, নির্যাতিতার মৃত্যু হয় পরের দিনই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/14/320295-cats.jpg)
নিজস্ব প্রতিবেদন: কোভিডকে তোয়াক্কা না করে পৈশাচিক আচরণ দেখাল মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালের পুরুষ নার্স। ঘটনাটি ১ মাস আগের। অভিযুক্তকে গ্রেফতারের পরই এই মর্মান্তিক ঘটনার কথা প্রকাশ্যে আসে।
তখন কোভিডে মুমূর্ষ অবস্থা ৪৩ বছরের মহিলার। ভর্তি হয়েছিলেন ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। ৬ এপ্রিল তিনি জানান, তাঁকে নির্যাতন করেছেন একজন পুরুষ নার্স। চিকিৎসককে প্রথম সেই অভিযোগ করলে তিনিই ওই পুরুষ নার্সকে চিনিয়ে দেন। এরপরই শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে তাঁর। করোনা অন্যদিকে নির্যাতনের যন্ত্রণা, আর লড়াই করতে পারলেন না মহিলা। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় মহিলার।
আরও পড়ুন- ২৪ ঘণ্টায় Corona মুক্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজারের বেশি, মৃতের সংখ্যা ৪ হাজার
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সন্তোষ আহিরওয়ার। বয়স ৪০। ভোপাল সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতা নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছিলেন পুলিসের কাছে। পুলিস তদন্তে নেমে জানতে পারেন, অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারের নামে আগেও রোগী ও সহকর্মীদের কাছ থেকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তিনি মদ্যপান করে কাজ করতেন, এমনও অভিযোগ করা হয়েছিল পূর্বে।