Covishield: কোভিশিল্ডকে ভ্যাকসিন হিসেবে মানছেই না ব্রিটেন, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিল্ড। ভারতে এটির উত্পাদন করছে সেরাম ইনস্টিটিউট
নিজস্ব প্রতিবেদন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগে কোভিশিল্ড তৈরি হলেও করোনা ভ্যাকসিন হিসেবে তাকে মানতে নারাজ ব্রিটেন। ভারতের বেশিরভাগ মানুষ এই কোভিশিল্ড নিয়েছেন। ফলে ব্রিটেন যাওয়া এখন সমস্যা হয়ে উঠেছে ভারতীয়দের পক্ষে। এনিয়ে ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিদেশ সচিব হর্ষ সিংলা।
আরও পড়ুন-Bhabanipur By-Poll: Mamata -র একবালপুরের সভা বাতিল, 'দুয়ারে নৌকা প্রকল্প শুরু করুক', খোঁচা BJP -র
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, 'করোনা ভ্যাকসিন হিসেবে কোভিশিল্ডকে মর্যাদা না দেওয়া ব্রিটেনের একটি বৈষম্যমূলক নীতি। এর ফলে ভারতীয়দের ব্রিটেন সফরে সমস্যা হচ্ছে। ব্রিটিশ বিদেশ সচিবের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। তবে আমাকে উনি জানিয়েছেন এনিয়ে কিছু খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।'
মঙ্গলবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে ব্রিটিশ বিদেশ মন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে। ওই দিনেই বিদেশিদের ব্রিটেন ভ্রমণ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ব্রিটিশ সরকার। সেখানে বলা হয়েছে যেসব ভারতীয় কোভিশিল্ডের ২ ডোজ নিয়েছেন তাঁদের ভ্যাকসিন হয়নি বলেই ধরে নেওয়া হবে। ফলে তাঁকে ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। এতেই বেজায় চটেছে ভারত।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিল্ড। ভারতে এটির উত্পাদন করছে সেরাম ইনস্টিটিউট। এখন ব্রিটেন যেসব ভ্যাকসিনকে মান্যতা দিচ্ছে না তার মধ্যে রয়েছে কোভিশিল্ডও।
আরও পড়ুন-Coal Scam: ইডি-র সমন মামলায় অন্তর্বতীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক-রুজিরা
ভারতের সমালোচনার মুখে পড়ে এখন ব্রিটিশ সরকার ভারতের সঙ্গে এনিয়ে আলোচনা চালাচ্ছে। এনিয়ে নয়া দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'কীভাবে আরও কিছু ভ্যাকসিনকে ছাড়া দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। ভারতের দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েও কথা চলছে।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)