Mamata-র একবালপুরের সভা বাতিল, 'দুয়ারে নৌকা প্রকল্প শুরু করুক', খোঁচা BJP-র

বুধবার একই জায়গায় সভা।

Updated By: Sep 21, 2021, 03:02 PM IST
Mamata-র একবালপুরের সভা বাতিল, 'দুয়ারে নৌকা প্রকল্প শুরু করুক', খোঁচা BJP-র

নিজস্ব প্রতিবেদন: একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা বাতিল। জল জমে থাকায় সভা বাতিল বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বুধবার একই সময় ওই জায়গায় সভা করবেন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। তারপর চেতলার সভায় যাবেন তিনি।

রবিবার রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। ভাসছে মহানগর। একলাবপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা করার কথা ছিল সেখানেও জল থইথই অবস্থা। সকাল থেকে জল বের করার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। সভার জন্য যোগ্য পরিস্থিতি তৈরি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তা সম্ভবপর না হওয়ায়, অবশেষে তৃণমূল নেতৃত্বের তরফে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেখানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন: Bhabanipur By-Poll: BJP প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ, পুলিসের বিরুদ্ধে কমিশনে যাব: Priyanka Tibrewal

আরও পড়ুন: Weather Forecast: অপেক্ষায় আরও তিন নিম্নচাপ! আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বৃষ্টি

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) এই সভা বাতিলের ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি বলেন, "আজ ভেনিসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচার করা হল না। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হোক।"    

.