নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভ্যাকসিনের আকাল চরমে। পরিস্থিতি বিচার করে রাজ্যের ১৮-৪৪ বছর বয়সীদের জন্য কোভ্যাকসিন দেওয়া বন্ধ করল উদ্ধব ঠাকরে সরকার। রাজ্যের হাতে কোভ্যাকসিনের যে স্টক রয়েছে তা দেওয়া হবে ৪৫ বছরের বেশি বয়সীদের। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Vaccine তৈরির ফর্মুলা অন্যান্য কোম্পানিগুলোকে দেওয়া হোক, কেন্দ্রকে আর্জি Kejriwal-এর


রাজেশ তোপে এদিন সংবাদমধ্যমে জানান, 'রাজ্যের ৪৫ বছরের বেশি বয়সীদের জন্য আমাদের হাতে রয়েছে ৩৫,০০০ ভ্যাকসিন ডোজ। কিন্তু এই মুহূর্তে ৫ লাখেরও বেশি মানুষের  চাই কোভ্যাকসিনের(Covaxin) দ্বিতীয় ডোজ। তাই ১৮-৪৪ বছর বয়সীদের জন্যে যে কোভ্যাকসিন এসেছিল তা দেওয়া হবে ৪৫ বছরের বেশি বয়সীদের।'


আরও পড়ুন-এসে গেল কোভিড-অ্যাপ; এবার এক ক্লিকেই সমস্ত কোভিড-তথ্য হাতের মুঠোয় 



মহারাষ্ট্রের(Maharashtra) স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 'নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না দিলে তার কার্যকারিতার উপরে প্রভাব পড়বে। এরকম পরিস্থিতি যাতে না হয় তার জন্যেই রাজ্যের হাতে থাকা ৩ লাখ কোভ্যাকসিন ডোজ ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'