সাংগঠনিক কর্মসূচীই প্রাধন্য পেল পলিটব্যুরোর বৈঠকে
শুক্রবার দিল্লিতে সিপিআইএম পলিটব্যুরোর বৈঠক বসে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সহ দলীয় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিপিআইএম শীর্ষ নেতৃত্ব।
শুক্রবার দিল্লিতে সিপিআইএম পলিটব্যুরোর বৈঠক বসে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সহ দলীয় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। কোঝিকোড়ে পার্টি কংগ্রেসের পর রবিবারই প্রথম বৈঠকে বসে সিপিআইএম পলিটব্যুরো। নবগঠিত পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে নতুন দায়িত্ব বন্টন নিয়ে আলোচনা করেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার।পলিটব্যুরোর নতুন সদস্য সূর্যকান্ত মিশ্র এদিন বৈঠকে যোগ দেন। এনিয়ে বই প্রকাশ করবে সিপিআইএম।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। হিলারি ক্লিন্টনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে রবিবার একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক।