রাষ্ট্রসংঘে দেখানো ভুয়ো ছবি পাকিস্তানকে সরবরাহ করেছে সিপিএম!

Updated By: Sep 29, 2017, 03:50 PM IST
রাষ্ট্রসংঘে দেখানো ভুয়ো ছবি পাকিস্তানকে সরবরাহ করেছে সিপিএম!

ওয়েব ডেস্ক: রাষ্ট্রসংঘের অধিবেশনে দেখানোর জন্য পাকিস্তানকে ভুয়ো ছবি সরবরাহ করেছিল সিপিআইএম। এমনই চাঞ্চল্যকর দাবি বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রের। গাজ়ার ‌যে তরুণীর ছবি কাশ্মীরের তরুণীর ছবি বলে দেখিয়ে রাষ্ট্রসংঘে ভর্ৎসনার মুখে পড়েছে পাকিস্তান, তা না কি পাকিস্তানকে সরবরাহ করেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এমনটাই দাবি করেছে সম্বিৎ। 

টুইটারে কেরল এসএফআই একটি ব্যানারের ছবি প্রকাশ করেছেন সম্বিৎ। কাশ্মীরে প্যালেট গান ব্যবহারের বিরুদ্ধে ওই ব্যানারে রাষ্ট্রসংঘে পাক স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ‌যে ছবিটি দেখিয়েছেন সেটি ব্যবহার করা হয়েছে। এর পরই এসএফআইএর উদ্দেশ্যে তোপ দেগে সম্বিৎ পাত্রর প্রশ্ন, এসএফআইএর ব্যবহার করা ছবিই দেখিয়েছেন পাক প্রতিনিধি। তবে কি ওই ছবি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এসএফআই?

গত সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজার এক তরুণীর প্যালেটবিদ্ধ মুখের ছবি দেখিয়ে তা কাশ্মীরের তরুণীর বলে দাবি করেন পাক স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। এর পরই তীব্র প্রতিবাদ জানায় ভারত। 

 

.