জঙ্গি জীবন ছেড়ে মূল স্রোতে ফিরুন, কাশ্মীরে ‘মদত’ কেন্দ্রীয় হেল্পলাইনের
হেল্পলাইন ব্যবহার করে আত্মসমর্পণ করতে পারে জঙ্গিরা। জানিয়ে দিল সিআরপিএফ
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে জঙ্গিদের আত্মসমপর্ণের জন্য ২৪ ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন খুলল সিআরপিএফ। চাইলে ওই হেল্পলাইন ব্যবহার করে সন্ত্রাসবাদের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারে জঙ্গিরা।
কেন্দ্রীয় বাহিনীর ওই হেল্পলাইনের নামকরণ করা হয়েছে ‘মদতগার’। হেল্পলাইন নম্বর ১৪৪১১। রবিবার শ্রীনগরে সাংবাদিকদের সিআরপিএফের আইজি জুলফিকার হাসান বলেন, ‘এখন উপত্যকার বহু যুবক সন্ত্রাসবাদ ছেড়ে সামাজের মূল স্রোতে ফিরে আসছে। একটা কথা স্পষ্ট, যারা সন্ত্রাসের পথ ছেড়ে ফিরতে চায় তারা ফিরতেই পারে। আমারা চাই ওরা ফিরে আসুক। ওই হেল্পলাইনের মাধ্যমে জঙ্গিদের পরিবারের লোকজনও পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পার। এক্ষেত্রে তাঁদের কোনওরকম হেনস্থার সম্মুখীন হতে হবে না।’
Helplines opened for Kashmir militants who want to come back: CRPF https://t.co/dJEAA5dZZa
— CRPF (@crpfindia) November 19, 2017
উল্লেখ্য, গত জুন মাসে উপত্যকার মানুষদের সাহায্য করার জন্য খোলা হয় মদতগার। সেই হেল্পলাইনকেই এখন জঙ্গিদের মূল স্রোতে ফেরাতে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় বাহিনী। সংবাদ মাধ্যমের খবর গত তিন মাসে উপত্যকায় ৩০-৪০ জন যুবক জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছে। এর মধ্যেই সুখবর হল গত সপ্তাহে মায়ের কাতর আর্তিতে সাড়া দিয়ে জঙ্গিপনা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে তরুণ ফুটবলার মাজিদ খান। তাঁকে ফুটবলের কোচিং দেওয়ার কথা ঘোষণা করেছেন বাইচুং ভুটিয়া। ফলে উপত্যকার আরও অনেক যুবক এভাবেই ফিরবে বলে আশা করছে নিরাপত্তা বাহিনী।