ভুবনেশ্বরে শুরু প্রবল ঝড়, বালাসোরে-ভদ্রকে যুদ্ধকালীন তত্পরতায় মানুষজনকে সরিয়ে আনছে NDRF

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রধান এস এন প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ৪০টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে

Updated By: May 19, 2020, 08:42 PM IST
ভুবনেশ্বরে শুরু প্রবল ঝড়, বালাসোরে-ভদ্রকে যুদ্ধকালীন তত্পরতায় মানুষজনকে সরিয়ে আনছে NDRF

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ অস্তিস্ব জানান দিচ্ছে সুপার সাইক্লোন আমফান। বুধবার বিকেলে এটি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার কথা। তবে আমফানের প্রভাবে প্রবল বেগ ঝড় শুরু হয়েছে ভুবনেশ্বর ও সংলগ্ন এলাকায়। দুপুরে বৃষ্টি হয়েছে কলকাতাতেও।

আরও পড়ুন-আমফান ফেরাতে পারে ২১ বছর আগে ওড়িশার সুপার সাইক্লোনের ভয়ঙ্কর স্মৃতি !

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রধান এস এন প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ৪০টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে।

ফণীর অভিজ্ঞতা থেকে আরও গুছিয়ে ময়দানে নেমেছে এনডিআরএফ। এবার তাদের সঙ্গে রয়েছে ওয়ারলেস সেট, স্যাটেলাইট ফোন ও অন্যান্য সরঞ্জাম।

যুদ্ধকালীন তত্পরতায় ওড়িশা উপকূলের ভদ্রক, বালাসোরের বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে সরিয়ে আনছে এনডিআরএফ।

উপকূলের বালাসোরে যাদের মাটি ও খড়ের তৈরি বাড়ি তাদের সরানো হচ্ছে দ্রুত।

আরও পড়ুন-ভয়ঙ্কর আমফানের দাপটে তুমুল ঝড়-বৃষ্টি শুরু দিঘায়, দেখুন ছবি

মঙ্গলবার বিকেলে সুপার সাইক্লোন আম্ফান খানিকটা দুর্বল হয়ে সেভার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ছে। এটির অভিমুখ এখন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।

এখনও পর্য্ন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তি এলাকা থেকে ৩ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নে থেকে গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

.