Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনি-র প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কা দেশের এই ৪ রাজ্যে
আগামী ২০ মার্চ বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপে
নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অশনি' বাংলায় প্রভাব না ফেললেও দেশের ৪ রাজ্য এর প্রবল প্রভাব পড়বে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। দক্ষিণের ৫ রাজ্যে বজ্রবিদ্যুত্ সহ প্রবল বৃষ্টি হবে এই ঝড়ের প্রভাবে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগবে। কিন্তু এর ফলে ২০ মার্চ থেকে প্রবল বৃষ্টি হতে পারে কর্ণাটক, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল-সহ দক্ষিণের একাধিক জায়গায়। বাংলা এর হাত থেকে মুক্তি পেলেও এক প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশ ও মায়ানমারে।
আগামী ২০ মার্চ বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপে। ২১ মার্চও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবরে। আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও কর্ণাটকে।
আরও পড়ুন-Polba: দুর্ঘটনা নাকি খুন? বাইকপ্রেমী যুবকের রহস্যমৃত্যু, রাস্তায় মিলল ক্ষতবিক্ষত দেহ