Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনি-র প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কা দেশের এই ৪ রাজ্যে

আগামী ২০ মার্চ বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপে

Updated By: Mar 19, 2022, 07:58 PM IST
Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনি-র প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কা দেশের এই ৪ রাজ্যে

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অশনি' বাংলায় প্রভাব না ফেললেও দেশের ৪ রাজ্য এর প্রবল প্রভাব পড়বে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। দক্ষিণের ৫ রাজ্যে বজ্রবিদ্যুত্ সহ প্রবল বৃষ্টি হবে এই ঝড়ের প্রভাবে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগবে। কিন্তু এর ফলে ২০ মার্চ থেকে প্রবল বৃষ্টি হতে পারে কর্ণাটক, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল-সহ দক্ষিণের একাধিক জায়গায়। বাংলা এর হাত থেকে মুক্তি পেলেও এক প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশ ও মায়ানমারে।

আগামী ২০ মার্চ বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপে। ২১ মার্চও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবরে। আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও কর্ণাটকে।   

 আরও পড়ুন-Polba: দুর্ঘটনা নাকি খুন? বাইকপ্রেমী যুবকের রহস্যমৃত্যু, রাস্তায় মিলল ক্ষতবিক্ষত দেহ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.