নিজস্ব প্রতিবেদন: ফণির রেশ কাটতে না কাটতে এবার হানা বায়ু। গুজরাট উপকূলে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন বায়ু। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে বায়ু। আশঙ্কা, ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোন। দিউ এলাকাতেও এর প্রভাব পড়বে। জানা যাচ্ছে, বায়ু শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার সন্ধে থেকেই আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। লক্ষদ্বীপ, কেরল, কর্নাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলে ঝড়ে ব্যাপক প্রভাব পড়তে পারে। জানা যাচ্ছে বুধবার সকালেই গুজরাটের উপকূলে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সন্ধেয় তা তীব্রতর হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন- ব্যর্থ ১০৯ ঘণ্টার প্রচেষ্টা! দেড়শো ফুট গভীর নলকূপ থেকে উদ্ধার মৃত শিশু


ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর, লক্ষদ্বীপ-সহ কেরল, কর্নাটক উপকূলে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১২ ও ১৩ জুন গুজরাট উপকূলেও মত্স্যজীবীদের জন্য একই বার্তা দেওয়া হয়েছে।  


চলতি বছরে এপ্রিলের শেষে ওড়িশা, পশ্চিমবঙ্গের বিস্তৃণ অঞ্চলে তাণ্ডব চালায় সাইক্লোন ফণি। বিশেষ করে, ওড়িশা উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রায় ১৮০০ কোটি ডলার সম্পত্তি ক্ষতি হয়ে বলে জানা যায়। তবে, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আসা ফণির হাত থেকে প্রায় অধিকাংশ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। আগে থেকেই ফণির গতিবিধি অনুমান করতে পারায় বড়সড় বিপর্যয় থেকে বাঁচতে সক্ষম হয় ওড়িশা। বায়ুর জন্য আঁটঘাঁট বেঁধে নামছে গুজরাট-ও।