Madhya Pradesh Shocker: মুখ বুজে দিতে হবে শরীর! মুখ খুলতেই বিজেপিশাসিত রাজ্যে দলিত কিশোরীকে পুড়িয়ে...
Dalit Girls: গত শুক্রবার অভিযুক্তের ছেলে ওই কিশোরীর বাড়িতে চড়াও হয়। শুরু হয় বচসা, তর্কাতর্কি। সেই সময়েই কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর উনিশের এক দলিত কিশোরীকে প্রকাশ্যে যৌন নিগ্রহ করার চেষ্টা করেছিল ৪৮ বছরের এক ব্যক্তি। ঘটনার পর পুলিসের কাছে ছুটে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন সেই কিশোরী। অভিযোগ করার পরের দিন তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা অভিযুক্তের ছেলের। ওই কিশোরী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। অভিযুক্তের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস।
আরও পড়ুন, High Court: পর্ন দেখিয়ে স্বামী সেইরকমই উদ্দাম যৌনতায় বাধ্য করলেন স্ত্রীকে! ব্যাপার শুনে কোর্ট বলল...
শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিস জানিয়েছে, গত ৭ অক্টোবর এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে থানায় যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন কিশোরী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। তবে ৮ অক্টোবর অভিযুক্ত জামিনও পেয়ে যায়। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্ত জামিনে মুক্তির পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। এরপর গত শুক্রবার অভিযুক্তের ছেলে ওই কিশোরীর বাড়িতে চড়াও হয়। শুরু হয় বচসা, তর্কাতর্কি। সেই সময়েই কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। প্রথমে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল খান্দাওয়া জেলা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে ইন্দোরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শরীরের ২৭ শতাংশই পুড়ে গিয়েছে, তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুলিস জানিয়েছে, ৭ অক্টোবর বাড়ি থেকে একটু দুরে মাঠে খেলতে গিয়েছিলেন ওই কিশোরী। সেখানেই তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করে ৪৮ বছরের ওই ব্যক্তি। শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বারবার তাঁকে জোর করে। কোনও মতে সেখান থেকে পালিয়ে যান কিশোরী। সেদিনই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)