High Court: পর্ন দেখিয়ে স্বামী সেইরকমই উদ্দাম যৌনতায় বাধ্য করলেন স্ত্রীকে! ব্যাপার শুনে কোর্ট বলল...

High Court on Satisfy Sexual Urges: হঠাৎ 'সেক্স পেয়ে গেলে' কী করবেন কোনও ব্যক্তি? একটি সভ্য সমাজের মানুষ হয়ে কেমন ভাবে তাঁর সেই যৌনবেগ ও যৌন-আবেগকে নিয়ন্ত্রণ করা বা তৃপ্ত করা উচিত? এই নিয়ে এবার প্রকারান্তরে নিদানই দিয়ে দিল হাইকোর্ট।

| Oct 14, 2024, 15:01 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাৎ করে 'সেক্স পেয়ে গেলে' কী করবেন সেই ব্যক্তি? কীভাবে তিনি তা মেটাবেন? একটি সভ্য সমাজের মানুষ হয়ে কেমন ভাবে তাঁর সেই যৌনবেগ ও যৌন-আবেগকে নিয়ন্ত্রণ করা বা তৃপ্ত করা উচিত? এই নিয়ে এবার প্রকারান্তরে নিদান দিয়ে দিল খোদ হাইকোর্টই। একটি মামলার সূত্রে এ বিষয়ে আসলে প্রশ্ন তুলে দিল এলাহাবাদ হাইকোর্ট।

1/6

পণসংক্রান্ত মামলা

প্রাঞ্জল শুক্ল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা পণসংক্রান্ত একটি মামলা ডিসমিস করে দিলেন এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস অনীশ কুমার গুপ্তা।

2/6

দম্পতিদের যৌনজীবন

যে-যে ইস্যু নিয়ে বাক-বিতণ্ডা হল এ মামলায়, তার একটি মুখ্য বিষয় ছিল দম্পতিদের যৌনজীবন।

3/6

যৌন-অত্যাচার

অধিকাংশ সময়েই স্ত্রীরা স্বামীদের বিরুদ্ধে নানা অবাঞ্ছিত যৌনব্যবহারের অভিযোগ তোলেন। আরও অনেকটা এগিয়ে কেউ কেউ একেবারে বৈবাহিক ধর্ষণে চলে যান। কেউ একটু পিছিয়ে থেকে স্রেফ মাত্রাতিরিক্ত যৌন-অত্যাচারের কথা তোলেন।

4/6

আর কার কাছে?

ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোর্ট প্রশ্ন তুলছে, যদি কেউ তাঁর যৌনতার ফ্যান্টাসি নিয়ে তাঁর পার্টনারের কাছে যায়, তাঁর থেকে কিছু দাবি করে, তবে, সেটা কি অন্যায়? নিজের স্বামী বা স্ত্রীর কাছে যৌনতার দাবি নিয়ে না গেলে, আর কার কাছে যাবেন তাঁরা?

5/6

পর্ন-চর্চা

কী করেন এই প্রাঞ্জল? প্রাঞ্জলের স্ত্রী মীনা শুক্লের অভিযোগ, তাঁর স্বামী তাঁকে পর্ন দেখতে বাধ্য করেন এবং তাঁকে 'আনন্যাচারাল সেক্স' করতে বাধ্য করেন।

6/6

স্বামীর যৌন-ইচ্ছা

ঠিক এই প্রসঙ্গেই কোর্টের ওই প্রশ্ন। কোর্ট যা বলে না, কিন্তু আসলে বলতে চায়, তা হল-- স্বামীর ওই যৌন-ইচ্ছা কি স্ত্রীরই মিটিয়ে দেওয়াটা স্বাভাবিক নয়? স্ত্রী যদি স্বামীকে প্রত্যাখ্যান করেন তা হলে সেই সাধ পূরণের জন্য সভ্য সমাজের বিবাহিত একজন পুরুষ কোথায় যাবেন?