জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ভোর চারটে নাগাদ মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয় ট্রেনে টাইমার বোমা ফিট করা আছে। এরপরেই জলগাও স্টেশনে থামানো হয় ট্রেন। গোটা ট্রেন একেবারে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় পুলিসের তরফে। যাত্রীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি সেখান থেকে। দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা করানো হয়। সেই রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার মুম্বই বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ছড়াল। পরপর, এ রকম ঘটনায় আতঙ্কে রয়েছে সকলেই।
আরও পড়ুন, Durga Puja: পুজোয় শাড়ি কিনে দেওয়ার আবদার মেটাতে পারেনি অভাবী স্বামী, মারাত্মক কাণ্ড করলেন গৃহবধূ
জানা গিয়েছে, সোমবার সকালে ইন্ডিগোর দু'টি বিমানে বিস্ফোরক রাখা আছে বলে হুমকি ফোন আসে ইন্ডিগোর কাছে। দুটি বিমানই মধ্য এশিয়ায় দুটি আলাদা জায়গায় রওনা দিত। 6E 1275 বিমান মাসকট এবং 6E 56 বিমান জেদ্দায় রওনা দিত। নিরাপত্তার খাতিরে দুই বিমানকেই ফাঁকা স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় বিমানগুলিতে। ইন্ডিগোর একজন মুখপাত্র জানিয়েছেন, "ইন্ডিগো ফ্লাইট 6E 1275 মুম্বাই থেকে মাস্কাট এবং ইন্ডিগো ফ্লাইট 6E 56 মুম্বাই থেকে জেদ্দাগামী বিমানে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে তাঁদের কাছে।" ঘটনার পরিপেক্ষিতে পরবর্তী তদন্ত করছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিলম্ব হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো।
এর আগে রবিবার মুম্বই থেকে ওড়ার পরেই নিউ ইয়র্কগামী বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে যাত্রাপথ বদল করে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয় ওই বিমানকে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এক্স হ্যান্ডলে পোস্ট করে বিমানে বোমা থাকার কথা বলা হয়। তার জেরেই দিল্লিতে জরুরি অবতরণ করানো হয় এয়ার ইন্ডিয়ার এআই ১১৯ উড়ানকে। সোমবার ভোর ৪টে ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লিতে অবতরণ করে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করা হচ্ছে। ভালো করে তল্লাশি চালিয়ে বিমানের নিরাপত্তা নিশ্চিত করে তবেই তাকে নিউ ইয়র্ক রওনা করানো হবে বলে জানিয়েছে ন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েক মাসে একাধিক ভারতীয় বিমানে উড়ো বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন, Jammu and Kashmir: নবরাত্রি-শারদীয়ার আবহেই ভূমিকম্পে কাঁপল কাশ্মীর! আতঙ্কে ভূস্বর্গ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)