নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর উপত্যকায় আইএস এর মতাদর্শ প্রচার করছে একটি মহিলা সংগঠন। এমনই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দওলত-উল-ইসলাম নামে ওই সংগঠনটির সদস্যরা উপত্যকার বিভিন্ন জায়গায় গিয়ে প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নববর্ষের সকালে উত্সবে মাতোয়ারা বাংলা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


গত মার্চ মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক নিহত জঙ্গির বাড়িতে হাজির হয় ওই সংগঠনটির সদস্যরা। সেখানে গিয়ে তারা জেহাদের প্ররোচনা দেয় বলে দাবি। ইতিমধ্যেই কাশ্মীরে আইএস তাদের একটি শাখা খুলেছে বলে দাবি করা হয়। এবার সামনে এল আইএস সমর্থিত কোনও মহিলা সংগঠনের নাম। অনন্তনাগের হাকুরা ও শ্রীনগরের বালহানায় এদের উপস্থিতি টের পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে।


আরও পড়ুন-পরমেশ্বরী হয়ে মাথা ঘুরে গিয়েছে, অহঙ্কার হয়েছে, অকপট কনীনিকা


সম্প্রতি শ্রীনগরের হাকুরায় নিহত ৩ জঙ্গি আইএসের সদস্য বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। এর নিহত হওয়ার পর এদের আসল নামও ঘোষণা করে আইএস। এদের একজন আবার তেলেঙ্গানার বাসিন্দা।