হ্যাক হল প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট, ফুটে উঠল চিনা হরফ
হ্যাক হল ভারতীয় বিদেশমন্ত্রকের ওয়েবসাইট। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এমন খবরই জানিয়েছে সংবাদসংস্থা ANI.
ওয়েব ডেস্ক: হ্যাক হল ভারতীয় বিদেশমন্ত্রকের ওয়েবসাইট। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এমন খবরই জানিয়েছে সংবাদসংস্থা ANI.
সঙ্গে একটি ছবিও পোস্ট করেছে এএনআই। তাতে দেখা যাচ্ছে mod.gov.in-এর হোমপেজে দেখা যাচ্ছে দুটি চিনা অক্ষর ও নীচে লেখা রয়েছে Error.
Ministry of Defence website hacked, Chinese characters appearing on the website home page. pic.twitter.com/VBzWXLC8EM
— ANI (@ANI) April 6, 2018
Zee ২৪ ঘণ্টার তরফে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট খোলার চেষ্টা করা হলে 'This site can’t be reached' Error message মেলে।
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর স্বীকার করে এক টুইটে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ওয়েবসাইটকে পুরনো অবস্থায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বলা বাহুল্য, ভবিষ্যতে এই ধরনের উত্পাত ঠেকাতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।
Action is initiated after the hacking of MoD website ( https://t.co/7aEc779N2b ). The website shall be restored shortly. Needless to say, every possible step required to prevent any such eventuality in the future will be taken. @DefenceMinIndia @PIB_India @PIBHindi
— Nirmala Sitharaman (@nsitharaman) April 6, 2018