অম্বুবাচীতে লাখে লাখে পুণ্যার্থী জড়ো হন এই মন্দিরেই!

গতকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী উত্‍সব। আর সেই উত্‍সবকে ঘিরে এখন ভক্তদের ঢল নেমেছে ভারতবর্ষের অন্যতম দামগুলির মধ্যে একটি অসমের কামাক্ষা ধামে। বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার গত কয়েকদিন ধরেই এই উঠসব ও অম্বুবাচী মেলা নিয়ে প্রচার চালাচ্ছে।

Updated By: Jun 23, 2016, 09:51 PM IST
অম্বুবাচীতে লাখে লাখে পুণ্যার্থী জড়ো হন এই মন্দিরেই!

ওয়েব ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী উত্‍সব। আর সেই উত্‍সবকে ঘিরে এখন ভক্তদের ঢল নেমেছে ভারতবর্ষের অন্যতম দামগুলির মধ্যে একটি অসমের কামাক্ষা ধামে। বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার গত কয়েকদিন ধরেই এই উঠসব ও অম্বুবাচী মেলা নিয়ে প্রচার চালাচ্ছে।

ইতিমধ্যেই কয়েক লাখ পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে। সরকারের দাবি, কমপক্ষে ২৫ লাখ পুণ্যার্থী আসবেন এবারে এই উত্‍সবে। নিরাপত্তা থেকে শৌচের ব্যবস্থা সবই করা হয়েছে এবারের এই উত্‍সবে।

প্রত্যেক বছর এই সময় চার দিনের জন্য বন্ধ রাখা হয় কামাক্ষা মন্দিরের দরজা। পু্ণ্যার্থীরা এই সময় অপেক্ষায় থাকেন চারদিন পর দেবী দর্শনের জন্য।

.