AIIMS: দিল্লি এইমসে আগুন, তীব্র আতঙ্ক...
পুরনো ওপিডি ডিপার্টমেন্টের দ্বিতীয় তলে অবস্থিত এন্ডোস্কপি রুমটি।
![AIIMS: দিল্লি এইমসে আগুন, তীব্র আতঙ্ক... AIIMS: দিল্লি এইমসে আগুন, তীব্র আতঙ্ক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/07/432459-aiims.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি এইমসে আগুন। আগুন লেগেছে এন্ডোস্কোপি বিভাগে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
রোগীদের বের করে আনার চেষ্টা চলছে। রোগীরা যাতে কেউ আটকে না পরেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্য়ে। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর পরিবার। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
ঘন কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তা আটকানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুনে দুটি তল ক্ষতিগ্রস্ত বলে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জানা গিয়েছে, পুরনো ওপিডি ডিপার্টমেন্টের দ্বিতীয় তলে অবস্থিত এন্ডোস্কপি রুমটি।
আরও পড়ুন, Rahul Gandhi: চূড়ান্ত স্বস্তি! সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী