Delhi Unlock: সোমবার থেকে খুলে যাচ্ছে বার, জিম, অনুষ্ঠানে ৫০ জনের অনুমতি

সোমবার থেকে রাজ্যের সমস্ত জিম, যোগা সেন্টারগুলি খোলার অনুমতি মিলবে। অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ৫০ জন।

Updated By: Jun 27, 2021, 07:41 AM IST
Delhi Unlock: সোমবার থেকে খুলে যাচ্ছে বার, জিম, অনুষ্ঠানে ৫০ জনের অনুমতি

নিজস্ব প্রতিবেদন:  দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০-র নিচে। সুস্থ হয়ে উঠছে রাজধানী। তাই আসতে আসতে শিথিল করা হচ্ছে লকডাউন।  সোমবার থেকেই খুলে যাচ্ছে বার, জিম, যোগা সেন্টার । 

শেষ পরিসংখ্যান মোতাবেক একদিনে আক্রান্ত ৮৫ জন। এই পরিসংখ্যান শেষবার ছিল গতবছরের মে মাসে। থার্ড ওয়েভের আশঙ্কার মাঝে দ্বিতীয় ঢেউকে সামাল দেওয়া সম্ভব হয়েছে। তাই আনলক হতে চলেছে দিল্লি।  

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কথা মতো রাজ্যে দৈনিক ৪ লক্ষের কাছাকাছি টিকা, সংক্রমণ ২ হাজারের নীচে

শনিবার জানান হয়, সোমবার থেকে রাজ্যের সমস্ত জিম, যোগা সেন্টারগুলি খোলার অনুমতি মিলবে। অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ৫০ জন। গত সপ্তাহ থেকে খুলে গিয়েছে দিল্লির দোকানপাট। আংশিক খুলেছে মার্কেট, রেস্তরাঁ। সেলুনও খোলার অনুমতি মিলেছে।

আনলক শুরু হওয়ার পর অসচেতন হলেই থার্ড ওয়েভ আসতে দেরি হবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.