দিল্লিতে বিপদসীমার ২ মিটার ওপর দিয়ে বইছে যমুনা
যমুনা পারের নিচু এলাকায় জল ঢুকেছে ইতিমধ্যেই। বিপদসীমার ২ মিটার ওপরে বইছে দিল্লি যমুনা নদীর জল। এইভাবে যদি জলস্তর বাড়তে থাকে, তাতে ২০৭.৪৯ অঙ্ক ছুঁয়ে ফেলার আশঙ্কা করা হচ্ছে।
যমুনা পারের নিচু এলাকায় জল ঢুকেছে ইতিমধ্যেই। বিপদসীমার ২ মিটার ওপরে বইছে দিল্লি যমুনা নদীর জল। এইভাবে যদি জলস্তর বাড়তে থাকে, তাতে ২০৭.৪৯ অঙ্ক ছুঁয়ে ফেলার আশঙ্কা করা হচ্ছে।
বন্যা নিয়ন্ত্রণ দফতরের এই আধিকারিক বলেন, "জলের বিপদসীমা ২০৪.৮৩। যমুনার জল ইতিমধ্যেই তা ছাড়িয়ে গিয়েছে।" এর আগে যমুনার জল বিপদসীমার সর্বোচ্চ অঙ্ক ২০৭.৪৯ ছোঁয় ১৯৭৪ সালে। সে বার দিল্লি সংলগ্ন বেশকিছু অঞ্চলে হড়কা বান আসে। এ বারে বড় বিপর্যয় রুখতে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে রাজধানীর প্রশাসন। সচেতন করা হয়েছে সেনাকেও।