জীবিত শিশুকে 'মৃত' ঘোষণায় বাতিল হল দিল্লির ম্যাক্স হাসপাতালের লাইসেন্স

জীবিত শিশুকে মৃত ঘোষণার জের। দিল্লির ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লি সরকার।

Updated By: Dec 8, 2017, 06:04 PM IST
জীবিত শিশুকে 'মৃত' ঘোষণায় বাতিল হল দিল্লির ম্যাক্স হাসপাতালের লাইসেন্স

নিজস্ব প্রতিবেদন : জীবিত শিশুকে মৃত ঘোষণার জের। দিল্লির ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লি সরকার।

৩০ নভেম্বর ওই হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেয় দিল্লির এক যুবতী। জন্মের পরই হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়, যমজ কন্যাসন্তানটি অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেছে। পুত্রসন্তানটির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তার বিশেষভাবে চিকিত্সার প্রয়োজন। অভিযোগ, কিছুক্ষণ পরে হাসপাতালের তরফে জানানো হয় পুত্রসন্তানটিরও মৃত্যু হয়েছে। এরপরই প্যাকেটে করে যমজ 'মৃত' শিশুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে, দেখা যায় একটি শিশু জীবিত রয়েছে।

হাসপাতালের বিরুদ্ধে পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তের রিপোর্টে হাসপাতালের গাফিলতির প্রমাণ মেলে। তারপরই দিল্লির সরকারের তরফে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন, জীবিত শিশুকেই 'মৃত' বলে প্যাকেটে ভরে হাতে ধরিয়ে দিল দিল্লির হাসপাতাল!

.