ওয়েব ডেস্ক: নীল তিমির কামড়ের ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা বিশ্ব। রাশিয়া থেকে দিল্লি কিংবা মধ্যপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোনও রাজ্য, ব্লু হোয়েল চ্যালেঞ্জ নিয়ে যেন ত্রস্ত প্রায় সব বাবা-মা-ই। কিন্তু, বাড়ির ছোটরা কিংম্বা কারও সন্তান নীল তিমির খপ্পড়ে পড়েছে, তা বুঝবেন কীভাবে।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি দিল্লির বাসিন্দা এক মহিলা দেখতে পান, তাঁর ছেলের গালে কাটা দাগ রয়েছে। আর সেই দাগ দেখেই সন্দেহ হয় ওই মহিলার। সঙ্গে সঙ্গে ওই মহিলা চিকিতসকের কাছে যান। নানারকম প্রশ্নের পর ওই কিশোর জানায়, অনলাইন গেম ব্লু হোয়েলের চক্করে পড়েই সে ওই কাজ করেছে।

তবে আপনার সন্তান ব্লু হোয়েল গেমের চক্করে পড়েছে কী না, তা কিভাবে বুঝবেন..

দিল্লির ওই চিকিতসক জানিয়েছেন, আপনার সন্তানের ব্যবহারে পরিবর্তন এলে, বুঝতে হবে কিছু না কিছু গোলমাল শুরু হয়েছে।

ইন্টারনেটে আপনার সন্তান কী কী জিনিস নিয়ে ঘাঁটাঘাটি করছে, সেদিকে খেয়াল করুন।

সার্চ ইঞ্জিনের ব্রাউজিং হিস্ট্রি খতিয়ে দেখুন। সেখানে সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে চিকিতসকের পরামর্শ নিন। আর এসব করেই নীল তিমি থেকে রক্ষা করুন আপনার সন্তানকে।

সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ কিংম্বা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় নীল তিমির খপ্পড়ে পড়ে  নাজেহাল হতে হয় বেশ কিছু পড়ুয়াকে। নীল তিমির ফাঁদ থেকে রক্ষা করতে এবার তাই সজাগ হতে হবে সব বাবা-মাকেই।

English Title: 
Delhi mom saw cut marks on son's face, boy tells doctor he played Blue Whale game
News Source: 
Home Title: 

নীল তিমির কামড় থেকে সন্তানকে রক্ষা করবেন কীভাবে, কী বলছেন চিকিৎসকরা?

নীল তিমির কামড় থেকে সন্তানকে রক্ষা করবেন কীভাবে, কী বলছেন চিকিৎসকরা?
Yes
Is Blog?: 
No
Section: