দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মূল চক্রীর ১০ বছরের কারাদণ্ড

দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মূল চক্রী তারিক আহমেদ দরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অন্যদিকে, এই মামলায় অপর দুই অভিযুক্ত মহম্মদ রফিক শা ও মহম্মদ হুসেন ফাজিলিকে বেকসুর খালাস করে দেন বিপারক।

Updated By: Feb 16, 2017, 09:24 PM IST
দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মূল চক্রীর ১০ বছরের কারাদণ্ড

ওয়েব ডেস্ক : দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মূল চক্রী তারিক আহমেদ দরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অন্যদিকে, এই মামলায় অপর দুই অভিযুক্ত মহম্মদ রফিক শা ও মহম্মদ হুসেন ফাজিলিকে বেকসুর খালাস করে দেন বিপারক।

আরও পড়়ুন- সন্ত্রাসে মদত দিলে কাশ্মীরের মানুষকেও রেয়াত করা হবে না : সেনাপ্রধান

২০০৫ সালে দিল্লির সরোজিনীনগর, পাহাড়পুর ও কালকাজিতে পরপর বিস্ফোরণ ঘটে। প্রাণ যায় অন্তত ৬০ জনের। জখম হন ১০০-র বেশি মানুষ। ঘটনার ২ বছর পর হামলার মূলচক্রী তারিক আহমেদকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে ধরা পড়ে আরও দুই সঙ্গী।

অতিরিক্ত দায়রা বিচারক রীতেশ সিং আজ মামলার রায় ঘোষণা করেন। সেখানেই তারিক আহমেদকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। 

.