নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য টিকাকরণ শুরু হলেও টিকা ঘাটতির জেরে বন্ধ হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণ। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শনিবার এমনটাই জানিয়েছেন। কিন্তু তাও কীভাবে বেসরকারি হাসপাতালগুলি এই আবহে টিকা পাচ্ছে সে প্রশ্ন তুলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভ্যাকসিন বিতরণ ব্যবস্থার অস্বচ্ছ্বতার অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন যে যখন কেন্দ্র বলছে যে রাজ্যগুলির পক্ষে পর্যাপ্ত পরিমাণ মজুদ নেই তখন বেসরকারী হাসপাতালগুলি কীভাবে ভ্যাকসিন ডোজ দিচ্ছে। একটি বিবৃতিতে মণীশ সিসোদিয়া বলেন, এর আগে কেন্দ্র বলেছিল যে কমবয়সিদের জন্য টিকা পাওয়া যাবে। কিন্তু এখনও সেই টিকা পায়নি।


আরও পড়ুন, ভারতে Remdesivir-এর উৎপাদন বেড়েছে প্রায় ১০ গুণ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর


দিল্লির উপ মুখ্যমন্ত্রীর কথায়, দিল্লিতে ১৮-৪৪ বয়সের ৯২ লক্ষ লোককে টিকা দেওয়ার জন্য ১.৮৪ কোটি ডোজ প্রয়োজন। কেন্দ্র এপ্রিল মাসে ৪.৫ লক্ষ এবং মে মাসে ৩.৬৭ লক্ষ ডোজ পাঠিয়েছে। দিল্লিতে এ পর্যন্ত ৪৭.৪৪ লক্ষ ডোজ দ্দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা এবং করোনা যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।