ডেঙ্গির থাবায় দিল্লিতে মৃত ১১, সংক্রামক ধরা পড়েছে ১৮০০ জনের দেহে
দিল্লিতে ক্রমেই জাঁকিয়ে বসছে ডেঙ্গি। ডেঙ্গির থাবায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এগারো। এখনও পর্যন্ত দিল্লিতে আঠেরোশ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।
ওয়েব ডেস্ক: দিল্লিতে ক্রমেই জাঁকিয়ে বসছে ডেঙ্গি। ডেঙ্গির থাবায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এগারো। এখনও পর্যন্ত দিল্লিতে আঠেরোশ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।
গত পাঁচবছরে এটাই সবচেয়ে ভয়াবহ সংক্রমণ বলে মনে করা হচ্ছে। হাসপাতালগুলিতে ক্রমশ বাড়ছে রোগীদের সংখ্যা। সরকারি হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল হয়েছে।হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডেঙ্গিতে আক্রান্ত সাত বছরের অবিনাশকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় পাঁচ পাঁচটি হাসপাতাল। তারপরই মৃত্যু হয় অবিনাশের। হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। চাপে পড়ে নড়েচড়ে বসেছে দিল্লি সরকারও।