দেখে নেবো কোন কোন ধারায় দোষী সলমন
হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সলমন খান। তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সবকটি অভিযোগই। যদি আজই সাজা ঘোষণা হয় তবে আদালত থেকেই আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হবে তাকে।
ওয়েব ডেস্ক: হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সলমন খান। তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সবকটি অভিযোগই। যদি আজই সাজা ঘোষণা হয় তবে আদালত থেকেই আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হবে তাকে।
দেখে নেবো কোন কোন ধারায় দোষী সাব্যস্ত হলেন সলমন। ঠিক কী কী সাজা ঘোষণা হতে পারে তার বিরুদ্ধে-
ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারা- অনিচ্ছাকৃত মৃত্যু, খুন নয়।
সাজা-সর্বাধিক ১০ বছর পর্যন্ত কারাদণ্ড
ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ধারা-অন্যের ব্যক্তিগত সুরক্ষায় ব্যাঘাত ঘটানো ও আঘাত করা
সাজা- ২ বছরের কারাদণ্ড
ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারা- গুরুতর আঘাত করা ও জীবনহানির আশঙ্কা ঘটানো
সাজা- ২ বছরের কারাদণ্ড
ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা- অনিয়ন্ত্রিত ও দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ি চালানো
সাজা- ৬ মাসের জেল
ভারতীয় দণ্ডবিধির ৪২৭ ধারা-অন্যের ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করা
সাজা-২ বছরের জেল
মোটর ভেহিক্যাল আইনের ৩(১) ধারা- বৈধ লাইসেন্স ছাড়া জানসাধারণের ব্যবহারের রাস্তায় গাড়ি চালানো
মোটর ভেহিক্যাল আইনের ১৮৫ ধারা- মদ্যপ অবস্থায় গাড়ি চালানো