FCI Corruption: FCI-এ ঘুঘুর বাসা? সিবিআইয়ের জালে ডেপুটি জেনারেল ম্যানেজার
তিন রাজ্যের ৫০ জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নজরে রাজ্য সরকারি কর্মচারী-সহ এফসিআইয়ের পদস্থ আধিকারিকরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘুষকাণ্ডে গ্রেফতার FCI-র ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব মিশ্র। দুর্নীতির শিকড় কোথায়? পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির ৫০ জায়গায় এবার তল্লাশি চালাল সিবিআই। এমনকী, পঞ্জাবে সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
FCI-এ ঘুঘুর বাসা? রাইস মিল মালিক, শস্য ব্যবসায়ীর সঙ্গে আধিকারিকদের আতাঁত? অভিযোগ আসছিল লাগাতার। মাস ছয়েক আগে তদন্তে নামে সিবিআই। সূত্রের খবর, এখনও পর্যন্ত যতগুলি অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। রাজ্য সরকারি কর্মীদের ভূমিকা যেমন খতিয়ে দেখা হবে, তেমনি নজরদারিতে থাকবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগজিকিউটিভ ডিরেক্টরের মতো FCI-র পদস্থ আধিকারিকরাও।
CBI arrested Rajiv Mishra, DGM of FCI & is conducting raids at over 50 places in connection with "unholy nexus" b/w FCI officers (technical assistants&ED-level officers), grains merchants, millers incl food grains distributors, involved in supply of low-quality food grain. https://t.co/WxnW3Ycbzq pic.twitter.com/qpJZkdaMu9
— ANI (@ANI) January 11, 2023
এদিকে দুর্নীতিকাণ্ডে FIR দায়ের করার পর, FCI-র ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই। কেন? অভিযোগ, রবিন্দর কুমার খেরার নামে এক ব্যক্তির কাছ নাকি পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন তিনি! পঞ্জাব, হরিয়ানার একাধিক শহর, এমনকী, রাজধানী দিল্লির দু'টি জায়গায় তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)