দীপু মণি-চিদম্বরম বৈঠক ইতিবাচক

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি। মঙ্গলবার এই বৈঠকে তিস্তা, ছিটমহল, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ সমস্যা সহ বিভিন্ন বিষয়ে দু`জনের কথা হয়।

Updated By: May 8, 2012, 04:01 PM IST

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি। মঙ্গলবার এই বৈঠকে তিস্তা, ছিটমহল, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ সমস্যা সহ বিভিন্ন বিষয়ে দু`জনের কথা হয়।
বৈঠক শেষে দীপু মণি বলেন, ``আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। বিশেষ করে বাণিজ্যের সুবিধার জন্য সীমান্তে ট্রানজিট পয়েন্ট খোলার মতো বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া ভারত-বাংলা সীমান্তে বিএসএফ ও বিডিআর-এর মধ্যে সংঘর্ষের দিকটিও আলোচিত হয়েছে।`` বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান, সীমান্তে দু`দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্কের উন্নতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশাপ্রকাশ করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।  

.