ডাল লেকে প্রস্রাব, কবে বদলাবে মানুষের চরিত্র! প্রশ্ন তুলে ক্ষুব্ধ নেটনাগরিকরা
'দেওয়াল দেখলে পুরুষ মানুষরা প্রস্রাব ধরে রাখতে পারেন না'। 'যত্রতত্র প্রস্রাব করার বদঅভ্যাস দেখা যায় গোটা ভারতজুড়ে'। এমনই বেশ কিছু কড়া মন্তব্য হু হু করে ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ধিক্কার জানাচ্ছে নেট নাগরিকরা।
নিজস্ব প্রতিবেদন: 'দেওয়াল দেখলে পুরুষ মানুষরা প্রস্রাব ধরে রাখতে পারেন না'। 'যত্রতত্র প্রস্রাব করার বদঅভ্যাস দেখা যায় গোটা ভারতজুড়ে'। এমনই বেশ কিছু কড়া মন্তব্যে হু হু করে ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ধিক্কার জানাচ্ছেন নেট নাগরিকরা।
ঠিক কী সেই ছবি?
সুন্দর মনোরম পরিবেশ বিরাজমান কাশ্মীরের ডাল লেক সংলগ্ন এলাকায়। ঠান্ডায় গুটি সুটি আমজনতা। ঝলমল করছে রোদ। পরিষ্কার ডাল লেকে রোদের রশ্মি পড়ায় চিক চিক করছে জল। কিন্তু ডাল লেক রোডে প্রস্রাবের দুর্গন্ধে বিগড়ে দিচ্ছে গোটা মেজাজটাকে। রাস্তার ধার ধরে প্রস্রাব করছেন একদল পুরুষ মানুষ। যা দেখে বেজায় চটে গেলেন এক পর্যটক। ছবি তুলে ,সটাং ফেসবুকে শেয়ার করেন।
Shocked to see Indian tourists are seen peeing on the roads of beautiful Kashmir's Dal lake. When we will change this behaviour?
Dal lake is one of the most beautiful lake in the world . pic.twitter.com/9KLfLYdqO8
— Licypriya Kangujam (@LicypriyaK) March 13, 2021
ছবিটি টুইটারে শেয়ার করেন পরিবেশ বিশেষজ্ঞ Licypriya Kangujam। তিনি বলেন, খুবই জঘন্যতম কাজ । বিশ্বের অন্যতম সুন্দর হ্রদ ডাল লেক। সেখানে প্রস্রাব করছেন একদল পর্যটক। কবে মানুষ নিজের চরিত্র বদল করবে?
It’s very sad to see” administration should take some strong steps to stop this” #StopPollutingdallake #kashmir pic.twitter.com/ZZjCFkfkZC
— _Angad_singh_ (@_Gaziangad_) March 12, 2021
#SwachhBharatMission banks of #dallake being converted into urinals. Who to blame ? The tourists or the cabs leading them to these spots ? @SMC_Srinagar pic.twitter.com/zLow7Ctm0j
— aadil reshi (@I_am_reshi_adil) March 13, 2021
What the hell is this happening.#SwachhBharatMission banks of #dallake being converted into urinals. Who to blame ? The tourists or the cabs leading them to these spots ? @SMC_Srinagar #Kashmir #KashmirTourism #SwachhBharatMission @swachhbharat pic.twitter.com/oHLg43TmeJ
— Owais Kashmiri (@OwaisKashmiri15) March 13, 2021
The administration welcomes such “sights” as this demonstrates that Kashmir is being “integrated” into Kashmir and a demographic change of the valley. These pajeets have the blessing of the occupational forces to “relieve” themselves on our streets like they do in India. https://t.co/iN4Z0Mns34
— Khaleel M Tickoo (@KhaleelTickoo) March 12, 2021