ছেলে আলাগিরিকে দল থেকে বহিষ্কার করলেন করুণানিধি

ছেলেকে ডিএমকে থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন ডিএমকে প্রধান এম করুণানিধি। ফলে নতুন ধাক্কা দক্ষিণের রাজনীতিতে। বিজয়কান্তের ডিএমডিকের সঙ্গে গাঁট বাধার জন্যই আলাগিরিকে বহিষ্কৃত হতে হল বলে মানছে দলের একাংশ।

Updated By: Jan 24, 2014, 03:25 PM IST

ছেলেকে ডিএমকে থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন ডিএমকে প্রধান এম করুণানিধি। ফলে নতুন ধাক্কা দক্ষিণের রাজনীতিতে। বিজয়কান্তের ডিএমডিকের সঙ্গে গাঁট বাধার জন্যই আলাগিরিকে বহিষ্কৃত হতে হল বলে মানছে দলের একাংশ।

বাপ-ছেলের সম্পর্ক খারাপ ছিল অনেক দিন ধরেই। সে কথা ঘনিষ্ঠ মহলে বারবার বলেওছেন তিনি। আলাগিরির বহিষ্কারের মধ্যে দিয়ে স্পষ্ট হল আরও একটি ইঙ্গিত। এম কে স্তালিনকেই রাজনীতির উত্তরসূরি করতে চান করুণানিধি।

ভাবাদর্শ নিয়ে বিরোধের জেরে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও ভাঙন চওড়া হয়েছে। বিগত ডিএমকে সরকারে উপমূখ্যকন্ত্রীর পদ সামলেছেন স্তালিন। আলাগিরি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

করুণানিধির এই সিদ্ধান্ত আসন্ন লোকসভা নির্বাচনে ডিএমকের ফলাফলে প্রভাব ফেলতা পারে। আশঙ্কা থেকে যাচ্ছে তেমনও।

.