ডোক লা-য় মুখ পোড়ার পর ভারতকে পাশে চাইছে চিন
ওয়েব ডেস্ক: ডোকলাম অধ্যায় অতীত। ভারত-চিন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় বেজিং। এমনটাই জানালেন চিনা রাষ্ট্রদূত মা জানহু। তাঁর কথায়, "দুই দেশ একসঙ্গে কাজ করলে সম্পর্ক আরও উন্নত হবে।"
জানহু বলেন, "ভারত ও চিন একসঙ্গে কাজ করছে। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেন। ওই বৈঠকে দুদেশের সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষই এব্যাপারে আরও জোর দিতে সম্মত।"
চলতি বছরের ১৬ জুন থেকে সিকিমের ডোক লা-য় দুদেশের বিবাদ শুরু হয়। কোনওপক্ষই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি ছিল না। ২৮ অগাস্ট দুপক্ষই বিবাদ মেটাতে উদ্যত হয়। মধ্যস্থতার পর চিন প্রথমে সেনা সেরায়। তারপর ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন,