কংগ্রেসের ডাকা বৈঠকের আগে ছন্নছাড়া বিরোধী ঐক্য

নোট বাতিল নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। সেটা অবশ্য গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই। তবে, নোট বাতিলের পক্ষে যেভাবে বিরোধীরা একজোট হবে বলে ভাবা হয়েছিল বা প্রথমদিকে যেমনটা জোটবদ্ধ লাগছিল, এখন কিন্তু বিরোধীদের মধ্যে সেই সুর-ছন্দ বা তাল আর আগের মতো নেই। বরং, ফাটল চোখে পড়ছে অনেক।

Updated By: Dec 27, 2016, 08:54 AM IST
 কংগ্রেসের ডাকা বৈঠকের আগে ছন্নছাড়া বিরোধী ঐক্য

ওয়েব ডেস্ক: নোট বাতিল নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। সেটা অবশ্য গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই। তবে, নোট বাতিলের পক্ষে যেভাবে বিরোধীরা একজোট হবে বলে ভাবা হয়েছিল বা প্রথমদিকে যেমনটা জোটবদ্ধ লাগছিল, এখন কিন্তু বিরোধীদের মধ্যে সেই সুর-ছন্দ বা তাল আর আগের মতো নেই। বরং, ফাটল চোখে পড়ছে অনেক।

আরও পড়ুন তৃণমূলের পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ জেলা মত্‍স্য কর্মাধ্যক্ষ

কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিদি সাড়া দিলেও, চুপ বহেনজি।কংগ্রেসের বৈঠকে প্রতিনিধি পাঠাবেন RJD প্রধান লালুপ্রসাদ যাদব। তবে বৈঠকে থাকছে না AIADMK, NCPও। সবমিলিয়ে,বৈঠকের আগে ছন্নছাড়া বিরোধী ঐক্য।

আরও পড়ুন  নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে বহুজন সমাজ পার্টি

.