ডুডলে প্রজাতন্ত্র দিবস
দিল্লির রাজপথ ছাড়িয়ে ইন্টারনেটেও ছড়িয়ে পড়ল প্রজাতন্ত্র দিবসের রং। ভারতের ৬৩তম সাধারণতন্ত্র দিবসে একটি বর্ণাঢ্য ডুডল প্রকাশ করল গুগুল।
দিল্লির রাজপথ ছাড়িয়ে ইন্টারনেটেও ছড়িয়ে পড়ল প্রজাতন্ত্র দিবসের রং। ভারতের ৬৩তম সাধারণতন্ত্র দিবসে একটি বর্ণাঢ্য ডুডল প্রকাশ করল গুগুল। বিভিন্ন বিশেষ দিনে ডুডল প্রকাশ করে সংস্থাটি। নানান রং ও নকসায় `গুগুল` শব্দটি লিখে সার্চ পেজে সেটিকে প্রকাশ করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটটি। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রকাশিত ডুডলটিতে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে তিনটি হাতি। প্রতিটি হাতির পিঠে দুজন করে কিশোর-কিশোরী। হাওদার ওপর রয়েছে তিরঙা ছাতা। সাহসিকতার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরীদের দেখানো হয়েছে ডুডলটিতে। এদিন রাজপথে প্যারেডে অংশগ্রহণও করেছিল ও কিশোর-কিশোরীরা।