Droupadi Murmu Swearing-In Ceremony: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কী বললেন তাঁর প্রথম ভাষণে?
রামনাথ কোবিন্দের স্থলে রাষ্ট্রপতিত্বে অভিষিক্ত হলেন দেশের প্রথম আদিবাসী তথা দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু এখন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দিলেন দ্রৌপদী। তিনি তাঁর ভাষণটি হিন্দিতে দিয়েছেন। পরে উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু দ্রৌপদীর ভাষণটি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন।
রাষ্ট্রপতি হিসেবে নিজের প্রথম ভাষণে কী বললেন দ্রৌপদী?
ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন তাঁদের স্বপ্ন-কল্পনা ও ভাবনা-আদর্শকে মর্যাদা দেওয়ার কথা মনে করিয়ে দেন দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে তিনি মনে করিয়ে দেন, তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীন দেশে জন্মেছেন। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করাকেও তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। নিজের শিকড়ের কথাও বলেন তিনি। জানান, এমন একটা গ্রাম থেকে তিনি উঠে এসেছেন, যেখানে প্রাথমিক শিক্ষা লাভ করাটাও কঠিন। তাঁর মতো এক নারীর ভারতের রাষ্ট্রপতি-পদে বসাটা শুধু তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, তা এই দেশেরও সাফল্য। এরপরই তিনি উল্লেখ করেন, দেশের পিছিয়ে-থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন তিনি। নারী ও তরুণদের বিশেষ সহায়তা দেওয়ার কথাও মনে রাখবেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)