মত্ত গাড়িচালকের হাত থেকে বরাত জোরে বাঁচলেন ট্রাফিক পুলিস, দেখুন ভিডিও
আটকে পড়ছেন দেখে বেপরোয়া হয়ে ওঠেন গাড়িটির চালক। পুলিসকর্মীদের ঠেলে, ব্যারিকেডে ধাক্কা মেরে বেরিয়ে যায় গাড়িটি। ধাক্কা খেয়ে এক পুলিস কর্মী গাড়ির সামনে পড়ে যান
নিজস্ব প্রতিবেদন: ট্রাফিক সামলানোর ঝক্কি যে কতটা তা টের পেলেন অন্ধ্রের ৪ পুলিসকর্মী। শুধু বোঝা নয় অল্পের জন্য প্রাণে বাঁচলেন একজন।
রবিবার অন্ধ্রের কাকিনাড়ায় ট্রাফিক আইন ভাঙা গাড়িদের ধরে ফাইন করছিলেন পুলিস কর্মীরা। সব কিছুই ঠিকঠাক চলছিল। গোল বাধাল একটি সাদা মারুতি। পুলিসের তৎপরতা দেখেই ওই গাড়িটি সার্ট দিয়ে বেরিয়ে যায়ার চেষ্টা করে। গাড়িটিকে থামাতে তার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে ধরেন জনাচারেক পুলিস কর্মী। একজন একটি ব্যারিকেড টেনে এনে গাড়ির সামনে দাঁড় করিয়ে দেন।
#WATCH: Youth stopped for checking by policemen at a checkpoint in Kakinada, tried to escape after running over them, allegedly in an inebriated condition. Accused arrested. Two policemen injured #AndhraPradesh (25.03.18) pic.twitter.com/AnrB75lZsP
— ANI (@ANI) March 27, 2018
আরও পড়ুন-লেবার রুমে প্রসব যন্ত্রণায় কাতরা মহিলাকে সপাটে চড় চিকিত্সকের!
আটকে পড়ছেন দেখে বেপরোয়া হয়ে ওঠেন গাড়িটির চালক। পুলিসকর্মীদের ঠেলে, ব্যারিকেডে ধাক্কা মেরে বেরিয়ে যায় গাড়িটি। ধাক্কা খেয়ে এক পুলিস কর্মী গাড়ির সামনে পড়ে যান। তবে ভাগ্যক্রমে তিনি গাড়ির চাকার বাইরে চলে যান। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। পুলিস ওই গাড়িটিকে আটক করেছে। গাড়ির মত্ত চালককেও গ্রেফতার করা হয়েছে।