নতি স্বীকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের, বাতিল FYUP, চালু হচ্ছে ত্রিবর্ষীয় স্নাতকস্তরের ভর্তি

শেষ পর্যন্ত নতি স্বীকার করল দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির দাবি মত চার বছরের স্নাতক প্রোগ্রাম (FYUP) তুলে নিল তারা। এর আগে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়।

Updated By: Jun 27, 2014, 01:50 PM IST

শেষ পর্যন্ত নতি স্বীকার করল দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির দাবি মত চার বছরের স্নাতক প্রোগ্রাম (FYUP) তুলে নিল তারা। এর আগে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়।

সূত্রের খবর, দিল্লি বিশ্ববিদ্যালয় ইউজিসে-কে চিঠি লিখে জানিয়েছে তারা FYUP তুলে নিচ্ছে এবং তিন বছরের স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া খুব শীঘ্র শুরু করবে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু ও FYUP বাতিল ও সহ উপাচার্য্য দীনেশ সিংয়ের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন।

এর আগে ইউজিসি-র সঙ্গে দ্বন্দ্বের জেরে ছাত্র ভর্তি প্রক্রিয়া থমকে ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সমঝোতায় আসার চেষ্টা চললেও তা ছিল অধরা। ভর্তি চালু করার জন্য ইউজিসি-র তরফে নির্দেশ দেওয়া হলেও তা মানতে নারাজ ছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ফলে মঙ্গলবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা শুরু করা যায়নি। এর ফলে সঙ্কটে পড়ে গিয়েছিল বহু ছাত্রছাত্রীর ভবিষ্যত্‍।

গত শিক্ষাবর্ষ থেকে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চালু করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। তা বাতিল করে তিন বছরের কোর্স ফিরিয়ে আনার নির্দেশ দেয় ইউভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। কিন্তু মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রফাসূত্র খুঁজে পেতে ইতিমধ্যে শিক্ষাবিদদের একাংশের পরামর্শমতো একটি প্রস্তাব ইউজিসি-কে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে বৈঠক করেছেন ইউজিসি চেয়ারম্যান।

.