'মরণ'কম্পন: এপ্রিলে ৫৮, মে-তে ১৭

নেপালে ভূমিকম্পের জেরে বিহার ও উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিহারেই মারা গেছেন ১৬ জন। আহত প্রায় ৪০। তবে, কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাসের সব কর্মী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।  

Updated By: May 13, 2015, 10:57 AM IST
'মরণ'কম্পন: এপ্রিলে ৫৮, মে-তে ১৭

ওয়েব ডেস্ক: নেপালে ভূমিকম্পের জেরে বিহার ও উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিহারেই মারা গেছেন ১৬ জন। আহত প্রায় ৪০। তবে, কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাসের সব কর্মী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।  

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, শিলিগুড়ি, কলকাতা, অসমে টের পাওয়া যায় কম্পন।

২৫ এপ্রিলের ভূমিকম্পে বিহারে ৫৮ জনের মৃত্যু হয়েছিল। এ বারও বিহারেই প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। পটনা, দ্বারভাঙ্গা, সারনে দেওয়াল চাপা পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।ভূমিকম্পের খবর পাওয়ার পরই পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনে উদ্ধার কাজে নামার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

.