ভূমিকম্প ভারতে প্রাণ কাড়ল অন্তত ৬০ জনের

বিহারে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।  উত্তরপ্রদেশের কানপুরে  মৃতের সংখ্যা ২। এরাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ৩০ জন। এভারেস্টে তুষারধস নামায়  বহু পর্বতারোহীর খোঁজ মিলছে না। বেশকিছু বেসক্যাম্প ধ্বংস হয়ে গেছে। ৮ জন পর্বতারোহী প্রাণ হারালেও ১২ জন বাঙালি পর্বতারোহী সুরক্ষিত আছেন বলে জানা গেছে। আজ বেলা ১১ টা ৪১ নাগাদ প্রবল কম্পনে কেঁপে ওঠে  কলকাতা সহ গোটা রাজ্য। প্রায় ২ মিনিট ধরে কম্পন অনূভূত হয়। কেঁপে ওঠে বিহার, ওড়িষা ,দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও সিকিমের একাংশ।

Updated By: Apr 25, 2015, 09:53 PM IST
ভূমিকম্প ভারতে প্রাণ কাড়ল অন্তত ৬০ জনের

প্রবল ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ গোটা দেশ। ভূমিকম্পের জেরে দেশজুড়ে  মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এপর্যন্ত গোটা দেশে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  বিহারে অন্তত ৪৫  জনের মৃত্যু হয়েছে।  

উত্তরপ্রদেশের   মৃতের সংখ্যা বারো । এরাজ্যে মৃত্যু হয়েছে তিনজনের। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল নেপালের পোখরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক নয়। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। প্রথমবার ভূকম্পনের মাত্র বারো মিনিটের মাথায় দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয়। বাংলাদেশে ভূমিকম্পে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

.