ওয়ে ডেস্ক : ৮ নভেম্বর দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ঘোষণার পরদিন থেকেই ব্যাঙ্কে পুরনো নোট পরিবর্তন ও অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার হিরিক পড়ে যায়। আর তাতেই দেখা দেয় সমস্যা। কালো টাকা উদ্ধারের জন্য এই উদ্যোগে গোয়েন্দাদের নজরে চলে আসে বেশকিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুরু হয়েছে তদন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নতুন নোটে ৩০ লাখ বাজেয়াপ্ত, উদ্ধার ৫ কেজি সোনা


সেই সন্দেহভাজন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তালিকায় এবার কেরলের কোঅপারেটিভ বা সমবায় ব্যাঙ্কের একাধিক শাখার তথ্য উঠে এল। তদন্তে নেমে প্রায় প্রতিটি শাখাতেই হানা দিল সিবিআই ও ইডি। কন্নোর, কোজিকোড, ত্রিসুর, কোল্লাম সহ বিভিন্ন শাখায় হানা দেয় গোয়েন্দারা।


এদিকে, তামিলনাডুর মুখ্যসচিবের বাড়ি সহ ১৩ জায়গায় তল্লাসি চালিয়ে আয়কর দফতর উদ্ধার করেছে ৩০ লাখ টাকা ও ৫ কেজি সোনা। উদ্ধার হওয়া টাকার অধিকাংশই নতুন নোট। এই ঘটনায় আটক করা হয়েছে তার দুই আপ্ত সহায়ককে।