ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ পিঙ্ক বুথ। গোয়ায় ভোট হচ্ছে। এবার সেই ভোটে গোলাপি রং-এর বেশ কয়েকটি বুথ তৈরি হয়েছে। বুথের সব কিছু গোলাপি। উদ্দেশ্য মহিলা ভোটারদের আরও বেশি ভোট মুখী করা। গোলাপি যে ক্ষমতায়ন অথবা উন্নয়নের ভাষা হতে পারে কে জানত? লাল,গেরুয়া, সবুজ,সাদা, কালো সব রং ছাড়িয়ে এখন যেন পিঙ্কেরই জয়জয়কার। সে সুজিত সরকারের পিঙ্ক হোক কিম্বা প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর পাগড়ির রং। পিঙ্ক এখন যেন ক্ষমতায়নের ভাষা। সেই ভাষার লালিত্য এবার নির্বাচন কমিশনের জটিল স্ট্যটিস্টিকেও। গোয়ায় এবারের নির্বাচনে মহিলাদের আরও বেশি করে বুথ মুখি করতে ৪০টি বুথ গোলাপি করা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে আখ চাষীদের ঋণ মকুবের কথা পর্যালোচনা করা হবে : প্রধানমন্ত্রী


বুথে সবকিছু গোলাপি। পিঙ্ক বুথের কর্মীরা সবাই মহিলা। সবার পোষাক গোলাপি। বুথে গোলাপি টেবিল চেয়ার,  গোলাপি বেলুন দিয়ে সাজানো বুথে পুলিশ কর্মীরাও মহিলা।


আরও পড়ুন- কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে


বুথে ভোট দিতে আসা মহিলাদের উপহারও দেওয়া হচ্ছে, গোলাপি রং এর টেডি বিয়ার। গোলাপি শহর জয়পুরের মতই, নির্বাচন কমিশনের দৌলতে, এখন গোয়াতেও গোলাপির ছড়াছড়ি। কমিশনের উদ্যোগ সাধু, এনিয়ে সন্দেহ নেই। তবে যুগান্তব্যাপী প্রথা ভেঙে  মহিলাদের ক্ষমতায়ন কতটা হবে, তা অবশ্য সময়ই বলতে পারবে।